বিজয়ের এই দিনে চোখে আসে জল
এসেছিলো খাঁন প্রজা নিয়ে দল-বল।
বাজি ধরে দেশ তরে কতো খানি প্রাণ
ঝরেছিলো অকাতরে দেহ খান খান।

মেরেছিলো ছোট বড় করে মাটি লাল
ত্রিশ লক্ষ প্রাণ কাড়ে হায়েনার পাল।
গিলে খেতে দেশটা'রে চেয়েছিলো পাক
চুনকালি মুখে পড়ে নিলো ফিরে বাক।

নির্ভয়ে কামান লয়ে ছুটেছিলো যাঁরা
এই ক্ষণে এই ভূমি এনেছিলো তারা।
আজিকার এই দিনে দেয় স্মৃতি নাড়া
আসিবে না এই ভবে দিবে নাকো সাড়া।

অমানিশি রাত কেটে পেলো জাতি তীর
বুক ফুলে চলে ফিরে উঁচু করে শির।
বসে আজ ভাবি মোরা এই সেই দিন
কি করিলে শোধ হবে এক বোঝা ঋণ।

দামামার পঙতিতে কেঁপেছিলো জান
পরিশেষে শুনি মোরা বিজয়ের গান।
পাক যুদ্ধে লড়ে দেশ করিলো সমর
এই ভবে মাঝে তারা রহিবে অমর।