সবাই বলে হলুদ পাখি
কুটুম আনে ঘরে,
ডালিম শাখে মধুর ডাকে
দুঃখ গুলো সরে।


চাতক পাখি নীল আকাশে
দূর গগনে ভিড়ে
দিনের শেষে সন্ধা হলে
ফিরে আবার নীড়ে।  


ময়না পাখি মধুর মাখা
উদাসী সুর তুলে,
সাঁঝ সকালে বকের মেলা
ঐ'যে নদীর কূলে।


শালিক টিয়া দোয়েল ঘুঘু
নানা কন্ঠ সুরে,
ঘুরে বেড়ায় গাছের ডালে
যায় উড়িয়ে দুরে।


রূপ মহুরি রূপের দেশে
কতো রকম পাখি,
এসব দেখে মনটা ভরে
জুড়ায় দুটি আঁখি।