বিষাদ ঝড়ের ব্যথার রাশি
রক্তে ভাসায় ঢল,
মারলি প্রাণে -কাফের বেদ্বীন
এজিদ সীমার দল।


ছিন্ন- নবীর দুই দৌহিত্র
মা ফাতেমার ধন,
দুঃখে শুকায় ফুরাদ নদী
কাঁদছে মুমিন জন।


কোন ক্ষমতায় মগ্নে ছিলি
কিসের ছিলো ঝোঁক?
ইবনে জিয়াদ তোদের দ্বারায়
বিশ্বে গাঁথা শোক।


করলি ভারী আকাশ বাতাস
মারলি ছুড়ে তির,
আনলি ডেকে নরক তোরা
হাত ছাড়া এই নীড়।


ভাঙলি নবীর বুকের ছাতি
পার কি পাবি আর?
বুঝবি ঐদিন রোজ হাশরে
ধরবে যখন ঘাড়।