করিয়াছি লালন দিবস রজনী
পাতিয়া লোভের জাল,
কিসের মমতায় রহিয়াছি ভুলে
জীবনের অতীত কাল।

মাতিয়া বেড়াই করিয়া বড়াই
ধরিয়া সাধুর বেশ,
মোহেতে মজিয়া জীবন এ সুদূর
করেছি বৃথাই শেষ।

মেরে ধরে কতো কাঁড়িয়াছি ভূমি
কিনেছি নিজের সুখ,
করিয়াছি লুন্ঠন ভাবিনি গো হায়
দেখিয়া তাঁহার মুখ।

গড়িয়াছি ইমারত দশতলা এক
বিলাসিতায় মোর মন,
ডুবেছি হেলায় আহা মরিয়া
পাপে ভরা এই  ক্ষণ।

বিধির বিধান করিয়াছি নিধন
পৃষ্ঠের ভেঙেছি বাঁধ,
পড়েনি তো মনে পরপারের ঐ
রহিয়াছে একটি ফাঁদ,