পরাধীন থেকে পেয়েছি স্বাধীন
পেয়েছি কেতন হাতে,
পাইনি মোরা নিজ অধিকার
মরছি আজও ভাতে।


শিক্ষাঙ্গনে আজ সন্তান মরে
কাঁদছে দেখি বাবা,
কেন ঘটে আজ দিন প্রতিদিন
এমন অসুর থাবা?


দিন দুপুরে হায়েনার হাতে
ধর্ষিতা হয় নারী,
নিশ্চুপ কেনো বিচার বিভাগ
পেতে হয় কেন ঝাড়ি?


লুটপাট করে খায় নব্য পেটুক
বাহুবলে দেয় তালি।
অসহায় যারা মাথা খুঁটে আজ
পকেট খানা তার খালি।


লাখো শহীদের রক্তের ফলে
পেয়েছি বিজয় গাঁথা,
বলো হে স্বাধীন সইবো কতো
নত কেন আজ মাথা,


কৃষক পায় না ন্যায্য মূল্য
দুর্বিক জীবন রটে,
আজও কেনো হে স্বাধীন তুমি
রয়েছো সংকটে?