একটু হলেই ঝগড়া বিবাদ
বরের সাথে আড়ি,
জেদের বশে হরহামেশাই
যায়'গো বাপের বাড়ি।


নিত্য দিবস আনমনা তে
ভাবছে বসে বরে,
কোন কৌশলে ফাঁদটি পেতে
আনবে না আর ঘরে।


পাশের বাড়ির কুটনা বুড়ী
কতক গ্রামে ঘুরে,
কূশল করে বললো ডেকে
নম্র করুণ সুরে।


রইছি আমি অসীম প্যারায়
ও পরানের খালা,
ভোর না হতেই -গেলো চলে
দরজা দিয়ে তালা,


করবো বিয়ে নতুন একটা
খুঁজবে সারা বেলা,
দুঃখ দিয়ে আমার মনে
বুঝবে এবার ঠেলা।