রাজা মশাই বললো ডেকে
কান নিলো তার চিলে,
চললো ছুটে সৈন্য সেনা
চিল গেল কোন বিলে?


ছুটছে সবাই চিলের পিছু
রাজা নিয়ে মাঝে,
তেজ তলোয়ার অস্ত্র কামান
ঝন ঝনিয়ে বাজে।


টানছে সেনা ঘোড়ার লাগাম
উজির নাজির মিলে,
লক্ষ দেড়েক দল বেঁধে সব
বন বনানী ঝিলে।


চিল গেল কই চিল গেল কই
লক্ষ আওয়াজ তুলে
লম্ফন লাফে কানের খোঁজে
এদিক ওদিক ভুলে।


চিন্তিতে কয় উজির নাজির
এখন যে কি হবে.?
মহারাজের এক হুকুমেই
গর্দান যাবে সবে।


হঠাৎ করে পাখির বিষ্ঠার
পড়লো রাজার কানে,
হাত দিয়ে কয় রাজা মশাই
কান যে আমার সনে।