হাসছে ময়ুর পেখম তুলে
রাঁধছে বসে টিয়ে,
চড়ুই পাখি কাঁদছে বসে
কালকে নাকি বিয়ে।


বাজনা সুরে দোয়েল শ্যামা
ময়না সাজায় তোরণ,
অনেক দিনপর বাবুই পাখির
ইচ্ছে হবে পূরণ।


ঘটক মশাই কুটুম পাখি
বায়না ধরে রসে,
হুতুম পেঁচা মোড়ল সেজে
মাঝখানে যায় বসে।


জোনাক করে আলোকসজ্জা
কোকিল মেতে গানে,
দল বেঁধে যায় বর যাত্রী
বড্ড খুশী প্রাণে।


এই ভাবনায় এই কামনায়
অনেক বছর ধরে,
ঘর বেঁধেছে চড়ুই বাবুই
একটু সুখের তরে।