করলে হেলা বুঝবে ঠেলা
যাচ্ছে ক্ষয়ে আয়ু,
ছড়তে হবে এক এক সবে
এই পৃথিবীর বায়ু।


রঙ্গশালা করছো কালা
জটলা বেঁধে বুকে,
পরপারে ধরবে ঘাড়ে
ধুঁকবে অধিক দুখে।


কালের ঘড়ি জীবন তরী
যাচ্ছো স্রোতে ছুটে
বাঁধন টানে জীবন দানে
অসৎ পথে লুটে।


ঝরাপাতা শূন্য খাতা
বাঁধলে বোঝা পাপে,
পাপের হাঁড়ি দিবে ছাড়ি
ভাগ নিবে'না বাপে।


পাপের পথে জীবন রথে
দহন করে কায়া,
ধুঁকবে তাপে গরম ভাপে
পাবেনা তো ছায়া।