ডাক


পাখি ডাকে তরুশাখে মুখরিত গ্রাম,
বায়োসের  কোলাহলে এই ধরাধাম।
নিশুতির প্যাঁচা ডাকে কানে আসে সুর,
গরু ডাকে ভেড়া ডাকে আহা সুমধুর।


ঝিঁঝি ডাকে অবিরাম তুলে তার তান,
দূর হতে ভেসে আসে মাঝিদের গান।
উপবনে ডেকে ওঠে শেয়ালের পাল,
নীরদের ডাকে ভরে নদীনালা খাল।


পশুরাজের হুঙ্কারে কাঁপে সারাবন,
গুন-গুনে তুলে গান  মাছি ভনভন।
ব্যাঙ ডাকে ঘ্যাঙঘ্যাঙ ডোবা জলাশয়,
মুখরিত কোলাহলে এই লোকালয়।