আমরা মানুষ করছি কেন
অহং বোধে ভুল,
জীবন খানি পদ্মপাতায়
বিন্দু কণার তুল।

বিধির গড়া ক্ষণিক ভূবণ
মানব তারি দান,
দেহ নকশা গঠন রীতি
সৃষ্টি করে প্রাণ।

শেষ হবে ভাই মাটির দেহ
কি করিবে সুখ?
লড়াই করে করছো বড়াই
আনছো ডেকে দুখ।

মুসলিম হলে কবর দেশে
বাঁচার সাধ্য নাই,
হিন্দু হলে চিতায় জ্বলে
এক নিমিষে ছাই।

রইবে অমর মানব তুমি
ধরলে বিনয় সাজ,
ক্ষণিক তরে যাওনা গড়ে
মানবতার কাজ।