মা জননী নয়ন মনি
গর্ভে আমায় ধরে,
সামলে নিতো কতো কর্ম
ব্যথা সহ্য করে।

শতো জ্বালার কষ্ট সয়ে
কুলে যখন আসি,
সকল কিছু যায় ভুলিয়ে
মুখে থাকে হাসি।

জন্ম দিয়ে এই জগতে
দেখায়'যে মা আলো,
হাজার কষ্ট দিলেও মাকে
মুখ করে না কালো।

মায়ের মতো নেই দরদী
এমন কেহ ভবে,
কোথাও গেলে চিন্তা করে
আসবে খোকা কবে।

মা শব্দটি বিশালতা
উদার মনের ঘাঁটি,
কেউ হবেনা ধরার বুকে
মায়ের মতো খাঁটি।