বেজায় ছিলাম ছোট্ট যখন
শিশু কালটি ঘিরে,
বাবা মায়ের যত্নে লালন
অট্ট হাসির ভীড়ে।


কৈশোর এসে দিলো নাড়া
যাচ্ছিল বেশ ভালো,
হেলায় বেলায় পার করেছি
আঁধার ছিলো আলো।


এলো যখন যৌবন আমার
ডুব দিয়েছি প্রেমে,
ক্ষণিক পরে টের পেয়েছি
যৌবন গেলো থেমে।


ক্ষীণ হয়েছে রূপের দেহ
চামড়া যাচ্ছে ঝুলে,
ভাবছি বসে অতীত কথা
যখন ছিলাম কোলে।


নুইলো মাথা লাঠির ভারে
ডুবছে জীবন ভেলা,
বৈচিত্র্যময় উজান-ভাটি
হচ্ছি সবার হেলা।