করোনা'র কালে আছে জঞ্জালে
           বাড়ে শুধু ঋণ,
বিপদের মুখে শ্রমজীবী দুখে
         কাটে কালো দিন।

অসহায় হয়ে ঘরে থাকে ভয়ে
          পেটে পড়ে ভাঁজ,
নিরবতা ধরা নেমে আসে খরা
         নেই রুজি কাজ।

দিবানিশি রাতে অনাহারে ভাতে
        চোখে লোনাজল!
চারিদিকে বাঁধা পিতামহী দাদা
          ভাঙে মনোবল।

জননেতা গনে রাখেনা তো মনে
         কেড়ে নিয়ে ভোট,
ত্রাণ করে চুরি বাড়িয়েছে ভুঁড়ি
          বেঁধে তারা জোট।

চাঁদে কিনে বাড়ি ভরা থাকে হাড়ি
            অনায়সে খায়,
অভাগার হালজোটে নাগো ডাল
            বাঁচা বড় দায়।