দেখে'তো আর যায়'না চেনা
রাস্তা নাকি খাল,
ভাবলো নদী জেলে ভাইয়ে
মারলো ছুঁড়ে জাল।


গর্ত গুলো পুকুর দেখায়
চরছে তাতে হাঁস,
বাজেট করে কোটি টাকার
রডের নামে বাঁশ,


বলছে মুখে করছে তারা
উন্নয়নের কাজ,
লুটপাট করে খাচ্ছে ওরা
করছে গৃহ সাজ।


সেবক নামের দুর্নীতি'তে
নষ্ট হচ্ছে দেশ,
আমজনতার চলাচলে
কষ্টের কোথা শেষ?


মানুষ রূপের হায়না গুলো
দেখলে লাগে ঘৃণ,
যাচ্ছে কখন বেহাল দশা
ভোগ'বো কতো দিন,