বাঁধলি রে ঘর ভাঙন কূলে
দেখ্-রে ভরা বান!
তরঙ্গে তোর ঘরখানা দেখ্
দিচ্ছে ধরে টান।


ওই চেয়ে দেখ্ মেঘ ঝর্ঝর
শন্ শনাশন শন,
দুলছে গিরি ফুসলো সিন্ধু
দুলছে খাঁড়ির বন।


ভাঙন কূলের ও মাঝি তুই
নোঙর খানা তোল্,
ভাঙনধরায় তোর দুলালীর
কে শুনিবে বোল?


হাঁক দিয়ে দেখ তোর তরণী
ডুবছে অথৈজল!
পায় পিষে দে ওরে পাগলা
ব্যথার সিন্ধুতল।


কাঁপন ধরা তোর দুলালীর
উঠছে মরণ তান,
দে ছুড়ে তোর  মরণ-বীণা
তোল বিজয়ের গান।