নয়ন মেলিয়া দেখি গো ঘুরিয়া
গরীবের জীবন কাল,
হাউমাউ করিয়া কাঁদিয়া বলে
পাতিলে নেই তার চাল।


নদীর ভাঙনে গিয়াছে ভেসে
বসতির ভিটে মাঠ,
রহিয়াছে শুধু পরনের কাপড়
পুরনো একটি শার্ট।


চোখেরি জলেতে বুক ভাসিয়া
লুটিয়া পড়ে গো পায়,
জড়িয়া ধরিয়া কাতরে বলে
কেহ নিলো না দায়।


আহা কি বিষাদ নিজ ভূমি ছাড়িয়া
পরের ভূমিতে বাস,
ভিটে মাটি হারা অনাহারে পার
বাঁচিয়া থেকেও লাশ।


কতো জনের ধারে হাত পাতিয়া
বলে হে দয়ালু ভাই,
বাঁচিবার তরে এক কিলো চাল
মম মিনতি করে চাই।