বহিঃরঙ্গে কালো বলেই
করছে সবাই হেলা,
নিন্দিত আজ  কুৎসা হয়ে
কষ্টে কাঁটায় বেলা।


প্রবাদ বলে জাতের মেয়ে
হয় যদি গো কালো,
গুণবতীর মুগ্ধতাতে
জগৎ করে আলো।


রূপবতী রূপের ঢঙে
অহং নিয়ে চলে,
রং বাহারী পোশাক পরে
বক্র কথা  বলে।


ফর্সা কালো প্রভুর হাতে
নিপুণ ভাবে গড়া,
হিংসিত আজ কালো মেয়ে
যুগের কাছে ধরা।


রং দেখিয়ে সঙ করো'না
বিষ থাকে তার মনে,
পরম শান্তি পাবে তুমি
কালো মেয়ের সনে।