রঙ্গ পুরের সঙ্গ লোকে
ভঙ্গ করে কর্ম,
অসীম মগ্নে তাল-বেতালে
মানছে কি আর ধর্ম!


রত্নার গর্ভে জন্মে রতি
কি অপরূপ খেলা,
হুশের গায়ে দিলো আগুন
যাচ্ছে ডুবে বেলা।


অষ্টাদশেই জ্বালায় বাতি
ব্রহ্মতেজ নেই বিন্দু,
বুঝেও তারা বুঝল না হায়
কার সৃষ্টি এই ইন্দু।


রং-বেরঙের প্রদীপ শিখা
দেখছো যারা জেগে,
ভাঙবে রে হায় রঙ্গমঞ্চ টা
কিঞ্চিৎ হাওয়া লেগে।


হেরার রশ্মি এইনা ধরায়
নিভাতে চায় যারা,
পড়বে যে দিন অগ্নিকুন্ডে
ধ্বংস হবে তারা।