দূর গগনে সুতোর টানে
উড়ছে ঘুড়ি কতো,
লাটাই হাতে টানবে তাতে
ছাড়বে সুতো যতো।


যাহার বলে গগন চলে  
মেঘলা পৃষ্ঠের কুলে,
খেলছে খেলা সারা বেলা
লাটাই সুতো ভুলে।


হঠাৎ করে তুফান ঝড়ে
আসলে বেগে বায়ু ,
লাগলে গুঁতো ছিন্ন সুতো
চুর্ণ হবে আয়ু।


কেমন মানব সেজে দানব
ধরার বুকে চলে,
হারবে লাটাই হবে ছাঁটায়
পচনরোধক ঢলে।


স্বচ্ছ আকাশ হাল্কা বাতাস
লাটাই সুতোর টানে,
দেখবে তুমি ঊর্ধগামী
উড়বে আকাশ পানে।