পার্টসে গড়া আজব তারিন
জীবন নামে গাড়ি,
আজকে শিশু কালকে বাবা
পাক ধরেছে দাঁড়ি।

গোলক ধাঁধায় পড়ছে বাঁধা
রয়'না পিছু ফিরে,
সময় রতন নয়রে যতন
দুখ যাতনায় ঘিরে।

অস্ত উদয় দিবস রাতি
গন্তব্যের নেই গতি,
নেইকো কোনো থামার চাকা
বিবর্তন হীন মতি।

অবহেলায় যাচ্ছে চলে
যন্ত্র খানি খোয়া,
শতো চেষ্টায় পিছন মুড়ে
আর যাবেনা ছোঁয়া।

বলতে পারো কার ইশারায়
ঘটছে এমন খেলা.?
চলছে কাঁটা ঘড়ির মতো
জীবন নামের ভেলা।