স্বাধীনতার মানে কি গো
দেখতে কেমন হয়,
ইচ্ছে মতো হয়না চলা
মনে শুধু ভয়।

শুনি শুধু  দেশটা মোদের
স্বাধীন বাংলাদেশ,
কোথায় গেলো স্বাধীনতা
নিত্য দুখের রেশ।

দুর্নীতি আর রাহাজানি
হচ্ছে কতো খুন,
লক্ষ বোন আজ ধর্ষিত হয়
নেই তো কোনো গুন।

স্বাধীনতার মানে হলো
সুন্দর একটি দেশ,
বুক ফুলিয়ে চলবে সবাই
থাকবে সুখে বেশ।

স্বাধীন হলো ন্যায় বিচারে
সঠিক হওয়া রায়,
নির্দোষী'দের মুখটি যেনো
উজ্জ্বল হয়ে যায়।