ক্ষুধার জ্বালায়  উদর কাঁপে  পেটের মানিক জ্বলে,
ছাই হয়ে যায় আশার প্রদীপ এক নিমিষেই ঢলে।
ক্ষুধার   রাজ্যের   স্বপ্ন বুনতে  অতল  যুদ্ধে লড়ি,
ডিঙাতে  যাই   দুখ দরিয়ায়   আশার  বৈঠা ধরি।

জঠর  জ্বালায়   কাতর হয়ে পাহাড়-জঙ্গল মাড়ি,
আশার নদীর  পাচ্ছি'না কূল  যতই  দিচ্ছি পাড়ি।