ভাঙরে স্বপন উঠলো তপন
জাগতে হবে খুকি,
দূর্বাদলে নানান ছলে
দিচ্ছে দেখো উঁকি।


সকাল হলো  চোখটি খুলো
ডাক দিয়েছে রবি,
বাড়বে আয়ু বাতাস বায়ু
দেখলে ধরার ছবি।

খুকি মনি প্রাণের খনি
জাগবি যখন ভোরে,
কৃষ্ণ লালে গাছের ডালে
মুগ্ধ হবি ঘোরে।


নানান ফুলে প্রাণ'টা দুলে
দেখ'না খুকি চেয়ে,
এসে অলি ফুটায় কলি
মিষ্টি মধু খেয়ে।


সকাল বেলা পাখির মেলা
কলকলানি সুরে,
দুঃখ ঝরে মনটা ভরে
শূন্যতা যায় দূরে।