(১)
হাঁক ডেকেছে বনের শেয়াল হামলা করতে রোজ,
নীরব  যখন  রক্ষী-রা  সব  মুরগী করে খোঁজ।
দল বেঁধে সব আসে ঘরে,
নেয় ছিনিয়ে মুরগী ধরে,
ঐ অদূরের  নির্জন বনে করতে ভুরিভোজ।


(২)
বাঘ শেয়ালে  উভয় মিলে, করলো আলু চাষ,
সন্ধ্যা হলেই কুঞ্জে ফিরে এক ছাদে হয় বাস।
ভাগ বসালো উপর নিচে,
বাঘ বলিলো নিচে মিছে,
বাঘ মামা তার ভাগের বেলায়, পেলো শুধু ঘাস।


(৩)
বিয়ে হবে শেয়াল মামার, --বর সাজিবে কাল,
দাওয়াত পেয়ে সিংহ মশাই ফর্সা করলো গাল।
জমছে খেলা সারাবেলা,
ধুমধাড়াক্কা আসর মেলা,
বানর এসে কোমল হস্তে  ঢাকঢোলে দেয় তাল।


(৪)
কাঁপছে জ্বরে সিংহ মশাই, যায় যাবে যায় প্রাণ,
তাই-না দেখে সিংহ রাণী গুনগুনে গায় গান।
আসলো ছুটে বিড়াল ছানা,
আনলো সাথে ঔষধ খানা,
তাই দেখে কয় সিংহ রাণী ঐসব কিছু ভান।