মাহাত্ম্যের  গুণাভাস রয় যদি ক্ষত,
মুছে দাও অঙ্গার প্রতিষেধক দ্বারা।
অনিষ্টের বেড়া পাতে কদর্থিত যারা,
ঘাঁটি করো  যুগপৎ  মিলনের  যত।


বিপ্রকর্ষ   হরদম  নিজ স্বার্থে  শত,
ধরাধামে  নরকীট   ভূলুণ্ঠিত তারা।
অন্তঃপুরে লুপ্ত করে ভূসম্পত্তি হারা,
হিংসাত্মক   প্রবৃত্তি  অবিরাম  হত।


একতার নীড় ছিঁড়ে বিস্মরণ ক্ষণে,
বিপ্লবের অগ্নিবাণে  ভস্মীভূত হয়ে।
বঞ্চনায়  অবিরাম   আসুরিক সনে,
দাম্ভিক  মনুষ্য সব  ভরাডুবি ক্ষয়ে।
সম্ভ্রান্ত এ ধরাধামে  শঙ্কা ভরে মনে,
সবলের  ভয়-ভীতি যায় সবি সয়ে।