কোথায় গেলে পাবো'রে ভাই
মানবতার খোঁজ,
যাচ্ছে বেড়ে বর্বরতা
সকাল সন্ধ্যা রোজ।


মানবতার ভাঙলো দেয়াল
কঠিন পাথর মন,
পায়না খোঁজে আগের মতো
কালের মানুষ জন।


জাহেলিয়ার যুগ এসেছে
শান্ত সমাজ নাই,
ভাইয়ের কাছে লাঞ্ছিত হয়
মায়ের পেটের ভাই।


অসভ্যতা পার পেয়ে যায়
করে অসৎ কাজ,
আইনের কাছে স্বচ্ছ তারা
ফুলের তোড়ায় সাজ।


মানবতার মানব শূন্য
স্বার্থের বেলায় সব,
তাদেরও ভাই করবে বিচার
সৃষ্টি কারি রব।