ঘুমেই কাবু রঞ্জন বাবু
নন্দন পুরে থাকে,
দশটা বাজতে দশ মিনিটে
তেল মাখে তার টাকে।


স্নান করিবে নর্দমা'তে
বাসি পচাঁ খাবে,
মুখটি ধুইবে রঞ্জন বাবু
একশো টাকার ডাবে।


সুখ নগরের বিদ্যালয়ে
শিক্ষকতা করে,
মাস পেরোলে হাজার কুড়ি
মাইনে আসে ঘরে।


ক্লাসে এলেই মাস্টার মশাই
পাল্টে ফেলে পেশা,
চক ডাস্টারের ধার ধারেনা
ঘুমানো তার নেশা।


শিক্ষার্থীদের বলে রঞ্জন
ওরে মদন-ঝুমা,
কি হবে রে পড়া লেখায়
তোরাও একটু ঘুমা।