এসেছি ধরায় যাঁহার ইশারায়
দিয়াছে খানিক আয়ু,
ডেকেছে প্রাণের দয়াল আমারে
ছাড়িবো এবার বায়ু।


সিন্ধু ছাড়িয়া বিন্ধু রূপে'তে
ইন্দু পুরে'তে থাকি,
সুযোগ হারিয়া পাথারে পড়িয়া
চোখেরি জলে ডাকি।


মহে'তে মজিয়া দিবস রজনী
রেখেছি কাহারে গাঁথি,
কাহারে দেখিবো পিছন ফিরিয়া
হবে নাকো কেহ সাথী।


রঙিন ঝলকে নিমেষে পলকে
ধরণীতে মোরা এসে,
আপনা জনের বিয়োগী ব্যাথায়
কাঁদিবে শিয়রে বসে।


ভাবিনী কখনো রাখিয়া সবারে
যাইতে আমারী হবে,
নাহি করিতাম প্রেমো প্রীতি খেলা
থাকিবো না আর ভবে।