কৃষক ফলায় শস্য কণা
জেলে ধরে মাছ,
কাঠুরিয়ার জীবন ধারণ
কেটে বনের গাছ।


শিক্ষা গুরু শিক্ষা দিয়ে
বিদ্যা করে দান,
রাখালিয়া চড়ায় ধেনু
কন্ঠে তুলে গান।


শ্রমজীবির শ্রমের দ্বারা
উন্নত হয় দেশ,
নাপিত যারা খুর কেঁচিতে
কাটে মাথার কেশ


নানান রঙে শিল্প নকশায়
তাঁতী বুনে তাঁত,
মাটির কাজে লিপ্ত কুমার
যোগায় পেটের ভাত।


সকল পেশার কর্মজীবি
কর্ম ধরে বাস,
দুঃখ সুখে জীবন রটে
কাটে বারোমাস।