পাশের বাড়ির বুড়ো দাদু
নাম'টি তাহার ক্যাবলা মাদু
নিত্য কাশে জোরে,
দিচ্ছে দাদী পিঠ'টি মেজে
সর্ষের তেলে রসুন ভেজে
রাত্রি ক্ষয়ে ভোরে।


যতই নিষেধ করুক তারে
টানবে বিড়ি বারে বারে
দুর্গন্ধ তার মুখে,
হুক্কা খেয়ে হেলে দুলে
রাগছে বুড়ি যাচ্ছে ফুলে
বুড়োর করুণ দুখে।


ডাক্তার বাবু করলে মানা
তাও ছাড়ে না তামাক খানা
মগ্নে মাতাল টানে,
শন্ শনা শন্ বইছে বায়ু
কমতে থাকে বুড়োর আয়ু
নেই মায়া তার জানে।


বলছে বুড়ি দিবোই সাজা
আনলে ঘরে তামাক গাঁজা
যাবো বাপের বাড়ি,
আমায় ছাড়া এই সংসারে
পড়বে এবার সবই ঘাড়ে
কে ধুইবে তোর হাঁড়ি?