রাজার ভেসে চলন'বলন
বেগম বিবি দুইখানা,
অন্দরে  তার  ঠাণ্ডা উনুন
পালঙ্কে নাই বিছানা।


টঙ দোকানে গপ্পো মারে
পুরো তাহার নন্দীর বিল,
ধন-সম্পদে কমতি কিসে
উঠছে ভবন হাতিরঝিল।


বড়  গিন্নী  বান্দরবানের
ছোট বিবি রাজশাহী,
লেঠেল বিহীন চলাফেরা
ভাবসাবে তার বাদশাহী।


বাদশাহী মন নেই জমাধন
বড় গিন্নীর ঘরজামাই,
পাল্টে না তার স্বভাবসিদ্ধ
ছোট গিন্নীর খায় কামাই।


যা ছিলো তার পৈতৃকভূমি
ছোট গিন্নী নেয় লিখে,
দুঃখে তাহার  পিত্তি জ্বলে
খায় ঝাড়ি সে চারদিকে।