নিভ'বে যেদিন জীবন আমার,খুঁজবে সেদিন খুঁজবে
মসজিদের ঐ মিনার থেকে যখন খবর পুঁছবে-
খুঁজবে সেদিন খুঁজবে।
অশ্রু ছেড়ে হন্য হয়ে
খুব যাতনা যাবে সয়ে-


না বলিয়া যাবো চলে
দেখবে লোকে দলে দলে
তখন তুমি বুঝবে
খুঁজবে সেদিন খুঁজবে।


চমকে উঠবে নিশি রাতে, খুব বেদনায় জাগবে
থাকবে না কেউ চেনাজানা, হু হু করে কাঁদবে
গভীর রাত্রি জাগবে।
পুড়বে যে মন উঠবে কাদি
ফুল দিওগো মোর সমাধি


থাকব না আর বন্ধু সুজন
ভেঙে যাবে মায়ার বাঁধন
খুব যাতনায় ধুঁকবে
খুঁজবে সেদিন খুঁজবে।