সাঁঝ বিকেলে হিজল বনে পাখপাখালির ডানায়
তখন কী আর এই আমাকে লোকালয়ে মানায়?
ইচ্ছে করে   মেলতে  দুটি ডানা,
মানছে না মন শাসন বারণ মানা।
বায়ুর পরশ  দেয় দোলা মন ক্যামনে থাকি ঘরে
বন ডুমুরের গাছটা গেল জোনাক পোকায় ভরে


গগনচুম্বী  নীরদ  মেলায়  উদাসীন   এই মনে
ঝিঁঝির ডাকে  মন ছুটে  যায় ঐ বিটপীর বনে
বিহগ  ডাকে   শ্রুতিমধুর  সুরে,
বিরহী মন ক্যামনে জানি পুড়ে।
অস্তপারের সন্ধ্যা তারা  নিচ্ছে না কেন্ কোলে?
বুঝাই কারে   এই তনু মন কেমন করে দোলে


তথাপি  আজ  মন  পাখিটির   বাঁধন ছিন্ন গতি
অন্তঃকরণ   স্বপ্ন  হারায়  পোষ মানে না  মতি
অস্থিরতায় রয়না যে মন নীড়ে,
নিমগ্ন  মন লক্ষ   তারার ভিড়ে।
দূর গগনের  শশধর টি   আসতো   যদি নেমে
সারাক্ষণের   মর্মপীড়ার   শ্রান্ত   যেতো  থেমে।