নাম কি তোমার?
নন্দ কুমার।
কোথায় বাড়ী?
রেপারপাড়ী।

যাও কোন্ খানে?
বান্দরবানে।
পড়ছো কি-না?
আজ্ঞে জী-না।

বাপ মা আছেন?
মরে বাঁচেন।
ভাই বোনেরা?
সর্বহারা!

ক্যামনে চলা?
যায় না বলা।
খাও কী করে?
মৎস্য ধরে।

চলার গতি?
কষ্টের অতি।
বয়স কতো?
বিশের মতো।