তুমি মোর প্রেম নীল আকাশের  চাঁদ,
বাঁধিয়াছ প্রেমো ডোরে মোহ মায়া ফাঁদ।
চাঁদের কিরণ রবি যেনো তুমি ধূপ,
আহামরি চাহনিতে দেখে যাই রূপ।


ভালোবাসা ভালো লাগা এক কভু নয়,
ছিলো'না তো কোনোদিনি হারানোর ভয়।
এলো-গেলো কতো দিন গড়ি সুখে ঘর,
ভাঙিবো-না কোনদিন হবো না'কো পর।


ওগো প্রিয়া মোর হিয়া তুলে তরী পাল,
আশা ছিল রবো মোরা কাটে যতো সাল।
কথা দিয়ে চলে গেলে আছো কতো দূর,
তানপুরার বীনা তাঁরে বাজেনা গো সুর।


নীল নভে মেঘ ভেসে কোথা বলো যায়,
মেঘে চাঁদে লুকোচুরি দেখা তাঁরা পায়।
কেনো তুমি গেছ ভুলে -কেনো দিলে ডুব,
অনিদ্রায় দিবা-নিশি মনে পড়ে খুব।


কাহার আবেশে পড়ে করে গেলে ছল,
অন্তর্দাহে দুগ্ধ'যে মোর আঁখি ভরা জল।
ভেঙে দিল কাল বৈশাখে-তনু মনো প্রাণ,
বিষাদের হাওয়া লেগে দেহ খান-খান।