গেলেই চলে আর আসনি অশ্রু জলে ভাসি
এই পোড়া মন কাঁদে শুধু মিছে মুখের হাসি।


কোন সুখে আজ কিসের তরে
কাকে নিলেই আপন করে-
কার হৃদয়ের প্রণয় ঘরে বাজাও তুমি বাঁশি!
গেলেই চলে আর আসনি অশ্রু জলে ভাসি,
এই পোড়া মন কাঁদে শুধু মিছে মুখের হাসি।


দিন কাটে'না একলা ঘরে
দুঃখ'রা আজ বক্ষে ভরে
তুমি বিনা নিঃস্ব আমি-
জ্বলছে আগুন দহন ধরে।


কে শোনিবে দুঃখের কথা-
দগ্ধ দেহ মনের ব্যথা।
কোন সুখে-তে দিলে উড়াল ওরে সর্বনাশি!
গেলেই চলে আর আসনি অশ্রু জলে ভাসি,
এই পোড়া মন কাঁদে শুধু মিছে মুখের হাসি।