এই পোড়া মন কাঁন্ধে শুধু
তুই বিহনে নীলা---(।।)
কেন'রে তুই আমায় ভুলে গেলা
ওগো নীলা -----ঐ

ও নীলা গো -----
যেদিন রে তোর হলো দেখা
তোর কাছে প্রেম প্রথম শেখা
শত হাজার পত্র লিখা
সবি মিছে'রে তোর খেলা
কেন'রে তুই আমায় ভুলে গেলা।
ওগো নীলা ----- ঐ

ও নীলা গো ------
কে হইলো তোর এত আপন
ভাবি শুধু সারাক্ষণ
তুই বিহনে অবুঝ এই মন
নিঃস্ব বড় একলা ---
কেন রে তুই আমায় ভুলে গেলা।
ওগো নীলা -----ঐ

ও নীলা গো -----
বিকেল বেলা ভর দুপুরে
হাত রাখি হাত নদীর ধারে
কত স্মৃতি হৃদয় জুড়ে
যায় না মুখে বলা ---
কেন'রে তুই আমায় ভুলে গেলা।
ওগো নীলা ----- ঐ

ও নীলা গো -----
বৈশাখের ঐ বটের তলায়
কালো চুলের বেনী খোঁপায়
বকুল ফুলের মালা গলায়
ঐ স্মৃতি মন উতলা ---
কেন'রে তুই আমায় ভুলে গেলা।
ওগো নীলা ----- ঐ

ও নীলা গো -----
শীত বসন্ত ঘন কুয়াশায়
গোধুলির দক্ষিণা হাওয়ায়
এই জিয়াবুল তোকে চাই
ভাসায় প্রেমের ভেলা ---
কেন'রে তুই আমায় ভুলে গেলা।
ও গো লীলা -----ঐ

এই পোড়া মন কাঁন্ধে শুধু
তুই বিহনে ও নীলা ----
কেন রে তুই আমায় ভুলে গেলা
ওগো নীলা ----- ঐ