বীর,তুমি এক অনন্যা সীমাহীন উদারতা,
তুমি কালজয়ী এক শ্রেষ্ঠ সন্তান
দেখেছি তোমার মানবতা।


সর্বকালের শ্রেষ্ঠ তুমি নিবেদিত প্রাণ,
পর্বত ভূমির রাখাল রাজা শীর্ণ মোহন সুর,
হে বীর, পার্বত্যবাসীর আইডল তুমি,
রূপকার "বীর বাহাদুর"।


উন্নয়নের রোল মডেলে রাখলে ধরে হাল
সব সম্প্রদায় ধন্য হলো মনিকুঠায় তুমি,
উন্নয়নের বার্তাবাহক জ্বালাও তুমি আলো
দৈব শক্তির পূর্ণতাময় আকাশ ছোঁয়া চুমি।


দুর্গম পাহাড়ি সুগম পথে গর্বিত আজ জাতি
চোখ ধাঁধানো সবুজের বুকে পর্যটনের ঘাঁটি,
মেরাতং নীলাচল,নীলগিরি,সবুজ নীলিমায়,
আধুনিকের ছোঁয়ায় এখন বান্দরবানের মাটি।


পরশ তোমার দুর্গম এখন সুগম্যতা রটে,
উন্নয়নের সকল কিছু রাখলে চলমান,
রোড কানেকশন মসজিদ, মন্দির
নিরক্ষতার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান।


দুস্থ অসহায় ভিক্ষুক মুক্ত, সব তো তোমারই অবদান,
তোমার সভ্যতায় গড়ে উঠেছে তলাবিহীন মুক্ত বান্দরবান।


প্রযুক্তি এক সম্ভাবনায় নেংটি কোদাল শেষ,
আলোর পথে অগ্রসরে কেটে উঠল রেশ।
কৃষি খাতের অগ্রগতি ডেইরি মৎস্য চাষ,
শিল্প রাজ্যের অবনীতে শিল্পকলার সাজ।


বীর,তোমার ছায়ার আদলে গীতিময় ছন্দে,  
সম্প্রীতির বন্ধনে অাবদ্ধিত গাহি সাম্যের গান,
মিলন প্রীতির আবদ্ধিত,
চাক,ত্রিপুরা,হিন্দু, মুসলিম, বোদ্ধৌ,খ্রিস্টান।


গৃহহীনদের আশ্রয়ণ, একটি করে বাড়ি,
ভিজিডি, বিজিএফ, বয়স্কদের বৃদ্ধ ভাতা,
পথ হারাবে না কীর্তি তোমার,
ধর্মে বর্ণে নির্বিশেষে সবার মাথার ছাতা।


পাহাড়ের বুকে ছাড়লে তুমি অহিংস নীতি,
বীর, তুমি কালজয়ী এক উন্নত মম শীর,
নীরোগ মুক্তির প্রার্থনা'তে দীর্ঘজিবী হও,
অনন্তকাল থাকবে কীর্তি থাকবে মোদের বীর। তুমি মোদের বীর।