দুঃখ ধরে জীবন গড়ে
অনাথ ছিন্নমূলে,
ক্ষুধার তরে কেঁদে মরে
নিচ্ছে না কেউ তুলে।


ভবের খেলা রঙ্গ মেলা
দুঃখ সুখের মাঝে,
যাচ্ছে বেলা হচ্ছে হেলা
ধনীর দুলাল রাজে।


চোখের জলে -নিত্য চলে
ব্যথা ভরা বুকে,
সফল তলে যায় বিফলে
দীর্ঘায়িত ধুঁকে।


কতো ঝাড়ি জীবন পাড়ি
অমানিশার রাতে,
চায়'না বাড়ি নোহা গাড়ি
পান্তা নুনে ভাতে।


ভ্রষ্ট পথে জীবন রথে
একটু খোঁজে আলো,
ভিন্ন মতে দুঃখ রটে
মেঘে ঢাকা কালো।