স্বদেশ ফেলে প্রবাস গেলে
স্বজন রেখে ঘরে,
অশ্রু ঝরে দুচোখ ভরে
সারা বছর ধরে।

দিচ্ছে পাড়ি জীবন গাড়ি
সকল কিছু ভুলে,
ঘুরছে চাকা হায়রে টাকা
নিলি'রে তুই তুলে।

অভাব দোষে দুঃখ পুষে
দূর প্রবাসে গিয়ে,
আশার আড়ি ফিরবে বাড়ি
অর্থ কড়ি নিয়ে।

রোদের তাপে গরম ভাপে
রক্ত করে পানি,
সকাল সাঁঝে কাজের মাঝে
টানে জীবন ঘানি।

অসুখ হলে সুস্থ বলে
বাবা মায়ের কাছে,
নানান ছলে মুখেই বলে
অনেক সুখে আছে।