চক্রবালের   গগনে চাহিয়া  প্রনতি হইয়া লড়ি
ওহে প্রভু মোর তখতে তখতে তব চরণে পড়ি।
তব হুকুমে ঊষাকাল আসি প্রদীপ হইয়া নামে,
তব আদেশে এই ধরাধাম দ্বিপ্রহর রূপে থামে।


তব হে আজ্ঞা দিবানিশি হয়-অম্বরে যায় ঢলে,
এহেন হইয়া কালান্তরে আহুতি'র খেলা চলে।
বিটপী-তরু কিয়ামে রহে  প্রনতি হইয়া রোজ,
আশীষ মাগিয়া বহুপর্ণা করিছে প্রভূরে খোঁজ।