সবুজ শ্যামল বাংলা ভূমি
   যায় কি করে ভুলে,
স্বার্থক হলো জন্ম আমার
   বাংলা মায়ের কুলে।

পেলাম ফিরে স্বাধীনতা
     স্বাধীন ভাবে চলি,
মাতৃভাষা বাংলা আমার
    মায়ের ভাষায় বলি।


লাল সবুজের বিজয় নিশান
    পেলাম যাদের দ্বারা,
শ্রদ্ধার সাথে করছি স্বরণ
  আনলো বিজয় যারা।


ত্রিশ লক্ষ বীর শহীদের
      রক্ত দিয়ে কেনা,
কতো বোনে ভাই হারালো
    ঝাঁজরা হলো সেনা।


ঋণ কখনো শোধ হবেনা
     বীর শহীদের তরে,
কঠিন যুদ্ধে বিজয় বরণ
   পাক'রা গেলো ঘরে।