স্রোতস্বিনী  রূপবতী  ধেয়ে এঁকেবেঁকে,
মোহনার পানে ছুটো কোন গিরি থেকে?
বয়ে  যাও  নিরবধি থামো না তো তুমি,
অবিরাম  রূপে  সাজে  দুই  ধারে ভূমি

অকাতরে  বুকে ধরো রাশি রাশি জল,
বৈশাখে হাঁটু  সমান  আষাঢ়ে  তে ঢল।
তোমার ঐ বুকে চলে  কতো কল যান,
গাই মাঝি কতো সুরে  ভাটিয়ালি গান।

চলে তরী   তুলে পাল   গতিসীমা ধরে,
দেখে ঐ রূপ  ঝলক আঁখি  যায় ভরে।
কতো নামে  এ জগতে  যাও তুমি বয়ে,
দুষণের যতো  জ্বালা যাও   তাহা সয়ে।

কোথা'হতে এসে তুমি কোন দেশে যাও,
কেঁড়ে নাও কতো ভূমি ভিটেমাটি খাও।
জলে ভাসো শৈবলিনী  নাহি দাও ডুব,
একূলে ভূ ঐকূলেতে কেন এত ক্ষোভ?

বর্ষার  প্লাবন  এনে  নিয়ে   যাও তলি,
করো ভূমি  উর্বরতা দিয়ে কাঁদা পলি।
দুই তীরে  তরুরাজি  কূলে  ভরে চাষ,
করো তুমি জল  দ্বারা কারো  সর্বনাশ।