কাক কখনো হয়'না কোকিল
তীর্থে যতোই যাক,
চিনতে পারি গলার স্বরে
যখন শুনি ডাক।


বাহারী রূপ মাকাল ফলের
মিষ্টি কি আর হয়?
যতোই ঢালবে গোড়ায় মধু
জহর তিতাই রয়।


চোর কখনো হয়-না সাধু
যতোই ধরুক সাজ,
সুযোগ পেলেই করবে চুরি
এইটাই তাহার কাজ।


পরলে পোশাক হয়না মানুষ
না থাকিলে হুঁশ,
এক খুঁচা'তে কলম দ্বারায়
কখন খাবে ঘুষ।


কয়লা ধুইলে যায়'না ময়লা
যতোই ঘষবে ভাই,
গুণ মোতাবেক কর্ম সবার
দেখবে তাহা তাই।