সমন জারি আসবে যে দিন
খুঁড়বে সেইদিন গোর,
নিরব কান্নায় ভাঙবে স্বজন
বসে ঘরের দোর।


রইবেনা আর এই কোলাহল
পালটে যাবে রূপ,
সাঁঝ কি ভোরে দিন দুপুরে
জ্বলবে পাশে ধূপ।


কেউ করাবে শেষের গোসল
বলবে সবাই লাশ,
কেউবা আবার বাঁশের ঝাড়ে
কাটবে গিয়ে বাঁশ।


নিঃস্ব করবো মায়ার বাঁধন
ছিন্ন আপন মুখ,
করবো তৈরী ফেরার ফেরী
টানবো ইতির দুখ,


বিদায় বেলায় আসবে যারা
ছাড়বে চোখের জল,
শেষ বিদায়ে নিবে কাঁধে
চার বেহারার দল।