নিধন যজ্ঞে আর্ত চিৎকার পরাণে মরার ভর,
যুগল নয়নে অশ্রু কেবল ঝরিয়াছে ঝরঝর।
মরণ ত্রাসে ভূবণ ভরা,
বিষাদে কেবল ছন্নছড়া
দ্বন্দ্বে মাতিলো গগনচুম্বী  কাঁপিয়াছে থরথর,
লালসায় হানে ধূর্তশাসক কাড়িছে ভূমি ঘর।


স্বার্থের অন্ধে বিশ্বে দ্বন্দ্ব  ধ্বংসের মত্ত রাজ,
বিত্ত বিভব লভিতে রত্ন করিয়াছে রণসাজ।
নাহি রয় কেহ সাথের সাথী,
ঘনিয়াছে হায় শাওন রাতি-
বিষাদসিন্ধু ধরিত্রীপুর বিবেক পুড়িল আজ
অশনী জগত ভন্ডনৃপতি পড়িছে শীর্ষ তাজ


পন্থা দিশারি ত্রাসিয়া কেন সুপথে মৃত্যু হায়?
অঝরে ঝরিছে চরণে রক্ত দুষ্কর পথে যায়!
আজি বজ্র বীণার ঝঙ্কারে,
হানে, পিনাকী ধনুর টঙ্কারে-
শঙ্কায় ঝরে পুষ্প জীবন কোথা সন্ধি পায়?
নাহিরে আসুক ক্ষুব্ধ ধরা রাঙা প্রভাত চাই।