যে শ্রমিকের ঘামের ফোটায়
চলছে দেশের চাকা,
তাদের ছাড়া সারা বিশ্ব
অন্ধকারে ঢাকা।

তাদের দ্বারা দালান কোঠা
মিল কারখানা চলে,
উন্নত হয় সকল রাষ্ট্র
পরিশ্রমের ফলে।

রোদে পুড়ে মাঠে ঘাটে
রক্ত করে পানি,
গন্ধ বলে কতো জনে
করে সম্মান হানি।

ঘামের গন্ধে হিংসিত আজ
করছে হিংসা যারা,
বুঝতেছেনা সোনার বাংলা
হচ্ছে তাদের দ্বারা।

শ্রমিক ভাইদের শ্রদ্ধা করো
দিয়ে তাদের মূল্য
যুদ্ধ করে উন্নয়নের
বীরের সমতূল্য।

হাজার কষ্টের মাঝে তারা
একটু খানি হাসে,
রত্ন ফলায় শুভ হাতে
দেশ'কে ভালবাসে।