ঘরের শোভা আলোক রাণী
সবার সেবায় খুকী,
রয়না খোকা হাতের নাগাল
আবডালে দেয় উঁকি।


খুব যে মাতাল দুষ্টুমি-তে
দেয় না সাড়া ডাকে,
দশ-টা বাজতে দশ মিনিটে
তেল মাখে তার টাকে।


ব্যস্ত খুকী মায়ের কাজে
ভোর সকালে জাগে,
দেয় না জোগান ঐ খোকাটা
ভাগটা বসায় আগে।


পড়া লেখার ধার ধারে না
ছক্কা হাঁকায় ব্যাটে,
মগ্নে খুকী শিক্ষা দীক্ষাও
গাধার-খাটনি খেটে।


হাল ছাড়ে না লক্ষ্মী খুকী
মাথায় ধরতে ছাতা,
হায়রে বোকা দুষ্টু খোকা
শূন্য তাহার খাতা।