চারিদিকে হায় রং তামাশায় রসাতলে যায় দেশ,
নেতার সেজে আজ শোষণ শাসন ধরিয়া সাধুর বেশ।
মজলুম সবে যাঁতাকলে আজ দেয়ালে ঠেঁকেছে পিঠ,
মানব নামের দানব উহারা সমাজের কালো কীট।


তেজ তলোয়ার  হস্তে নিয়া করিবো দানব নাশ,
আঘাত হানিবো বাঁধার প্রাচীর ফেলিব তাদের লাশ।
ভাঙবো আজি দূর্গ তোরণ উচ্চ করিবো শির,
চিত্তের গহনে শক্তি সবলে  চলো গো রুদ্র বীর।


জাগো হে তরুণ অসীম সাহসে রাখিয়া বুকে বল,
দীর্ঘ হস্তী দাঁতাল চোয়ালের পিষিবো থেঁতলে চল।
করিতে বিনাশ দেশের শত্রু করো না কুন্ঠা বোধ,
ন্যায়ের ঝান্ডার উড়িয়ে নিশান দুর্নীতি করিব রোধ।


নহবত বীণা বাজিয়ে মোরা বিশ্ব করিব জয়,
বিজয় সমরে পাতিবো বক্ষ মরণে কিসের ভয়.?
শুষুক নষ্টার মটকাবো ঘাড় ভাঙিয়া দিবোই হাত,
গুটিয়ে দিবো আস্তানা সব টুঁটিবো তিমির রাত।


জালিম দলের খুলিবো মুখোশ -প্রাঙ্গে করিবো রণ,
লুট লুটতরাজ দুর্নীতিবাজ মারিবো রে জন জন।
করিবো বিড়াল থলের বাহির ঝাপটে টেনেই সব,
বিদ্রোহী ডাক চির-উন্নতে রাঙিয়ে তুলিবো ভব।